Pages

Tuesday, May 17, 2011

কীভাবে গল্প লিখবেন

গল্প । জীবন মানেই গল্প। ছোট বেলায় মায়ের ঘুম পাড়ানী গল্প কিংবা ঠাকুর মার ঝুলি, প্রাইমারী স্কুলের ক্লাশের স্যারদের কত মজার মজার গল্প--মনে আছে তো আপনাদের? কত গল্পইনা শুনেছি, পড়েছি। এখনো আমরা গল্প পড়ি। একটা হৃদয়স্পর্শী গল্প পড়লেই, সবাই মিলে আলোচনা করি সেই গল্পের বিষয়বস্তু নিয়ে। 

আর বিখ্যাত লেখকদের গল্প পড়লেই ইচ্ছে করে নিজেরাও একটা গল্প লিখি। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম,শরৎচন্দ্র, প্রমথ চৌধুরী, আল মাহমুদ, মার্ক টোয়েন, সেক্সপিয়ার, ম্যাক্সিম গোর্কী, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, হুমায়ুন আহমেদ, কাজী আনোয়ার হোসেন-এই সব বিখ্যাত লেখকদের গল্প পড়লেই মনে হয় জীবনটাই একটা গল্প। কী সুন্দরভাবে জীবনের সব আয়োজন তুলে ধরেন তাঁরা গল্পে। 

কিন্তু আপনারও তো ইচ্ছে করে গল্প লিখতে তাইনা। কিন্তু ইচ্ছে করলেই তো আর লেখা যায়না। চলুন এবার দেখি কীভাবে তা করা যায়। 

(এক.) বিষয় নির্বাচন ও শুরু 

(০১) আপনি গল্প লিখতে চান। তাহলে প্রথমেই আপনার লেখার বিষয়বস্তু নির্বাচন করতে হবে। 
(০২) প্রথমেই আপনি গল্পের প্রেক্ষাপট এবং চরিত্র নিয়ে ভাবুন। ভাবুন কোথা থেকে শুরু করবেন এবং কোথায় গিয়ে শেষ করবেন। 
(০৩) যখন গল্প শুরু করবেন, তখন আপনার গল্পের প্রেক্ষাপট ঠিক করুন। ডায়ালগ কী হবে, ক্লইমেক্স কী হবে, এগুলো ঠিক করুন। 
(০৪) প্রয়োজনে নোট করুন। নোটটি সামনে রেখে গভীরভাবে ভাবুন। 
(০৫) একই সময়ে না লিখে প্রতিদিন কিছু অংশ করে লিখুন। 
(০৬) বারবার পড়ুন। 


(দুই.) প্রথম প্যারাগ্রাফ 

মনে রাখবেন শুরুটাই যেন আকর্ষণীয় হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার নির্বাচনে বিজয়ের গল্পটা নিশ্চয়ই মনে আছে। চেঞ্জ উই নিড---দেখেন তাঁর নির্বাচনে জয়ের গল্পে শুরুটাই বিশ্বব্যাপী ঝড় তোলে। আপনিও আপনার গল্পের শুরুটা এরকম দিয়ে শুরু করবেন। পাঠককে ধরতে এর বিকল্প নেই। 

(তিন.) চরিত্র 
Your job, as a writer of short fiction–whatever your beliefs–is to put complex personalities on stage and let them strut and fret their brief hour. Perhaps the sound and fury they make will signify something that has more than passing value–that will, in Chekhov's words, "make [man] see what he is like." -Rick Demarnus 

আপনার গল্পের চরিত্র নিয়ে ভাবুন। ইহা গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই চরিত্র সম্পর্কে জানতে হবে তারপর গল্পে ব্যবহার করতে হবে। নিচের বিষয়গুলো জানলে আপনার গল্পে চরিত্র ব্যবহারে সাহায্য করবে। 
০১) নাম 
০২) বয়স 
০৩) পেশা 
০৪) চেহারা 
০৫) অবস্থান 
০৬) কালার 
০৭) বন্ধু 
০৮) খাদ্য 
০৯) ধর্ম 
১০) বিবাহ/ অবিবাহিত 
১১) শিশু 
১২) ঘুমন্ত 
১৩) মুহূর্ত 
১৪) রোগাটে 
১৫) নার্ভাস টাইপের 

গল্পে এ ধরণের চরিত্র হতে পারে। 


(চার .) পয়েন্ট অব ভিউ ঠিক করুন Choose a Point of View : 
আপনার গল্পের পয়েন্ট অব ভিউ ঠিক করুন। কাকে দিয়ে আপনি গল্পের মেইন অবজেকটিভস তুলে ধরবেন (As a writer, you need to determine who is going to tell the story and how much information is available for the narrator to reveal in the short story)। সেটা হতে পারে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন কিংবা থার্ড পারসন। 

(পাচ.) ডায়ালগ 
Make your readers hear the pauses between the sentences. Let them see characters lean forward, fidget with their cuticles, avert their eyes, uncross their legs. -Jerome Stern 

ডায়ালগ গল্পের প্রাণ। আপনার গল্পের বিষয় বস্তুর সাথে চরিত্র অনুযায়ী অর্থবহুল ডায়ালগ লিখুন। সুন্দর একটি ডায়ালগই আপনার গল্পকে বিখ্যাত করতে পারে। হৈমন্তী গল্পের সেই জনপ্রিয় ডায়ালগগুলোর কথা চিন্তা করুন। 

(ছয়.) কনটেকস্ট সেট করুন : Use Setting and Context 
আপনার গল্প লেখার সময় গল্পের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে লোকেশন, সময় এবং কনটেকস্ট বা পূর্বসূত্র ঠিক করুন। 

(সাত .) চক্রান্ত সেট করুন- Set Up the Plot : 
A plot is a series of events deliberately arranged so as to reveal their dramatic, thematic, and emotional significance. -Jane Burroway 

প্লট মানে চক্রান্ত। নাটকের গল্পে ঘটনা বা সমাবেশ। একটা গল্পের প্লট নির্বাচন করুন। প্লট নির্বাচনের জন্য আপনি Explosion, Conflict, Exposition, Complication, Transition, Flashback, Climax, Falling Action, Resolution-এগুলোর ব্যবহার করবেন। গল্পে ফুটিয়ে তুলবেন। 

(আট.) দ্বন্দ, যুদ্ধ তৈরি করুন -Create Conflict and Tension 
গল্প জমে যাচ্ছে। ঠিক তখনই গল্পে দ্বন্দ, যুদ্ধ তৈরি করুন। এগুলো গল্পের প্রাণ। আপনার গল্পে সম্ভাব্য দ্বন্দ তৈরি করতে পারেন ----- 
ক) গল্পের নায়ক বা প্রধান অভিনেতার সাথে অন্য কোন ব্যাক্তির। 
খ) গল্পের নায়ক বা প্রধান অভিনেতার সাথে প্রকৃতির বা টেকনোলজির। 
গ) গল্পের নায়ক বা প্রধান অভিনেতার সাথে সমাজের। 
ঘ) গল্পের নায়ক বা প্রধান অভিনেতার সাথে অন্যান্য পার্শ্ব চরিত্রের। 


(নয় .) ক্লাইমেক্স, ক্রাইসিস তৈরি করুন 
গল্পে ক্লাইমেক্স বা ক্রাইসিস না থাকলে মনে হয় সে গল্প কেউ পড়েনা। সুতরাং এটা গল্পের জন্য অনস্বীকার্য। 

( দশ.) সমাপ্তি 
পাঠকের গল্প পড়া শেষ হবে। কিন্তু মনে রাখবে ইস ! এখনই শেষ। হ্যাঁ, প্রিয় ব্লগার বন্ধুরা, এভাবেই শেষ করবেন গল্পের। 

তাহলে আর দেরি কেন ? শুরু করে দিন গল্প লেখা।

No comments:

Post a Comment