Pages

Saturday, January 24, 2015

আমি সবসময় ভিন্ন কিছু লেখার চেষ্টা করি-সাইফ বরকতুল্লাহ

আমি সবসময় ভিন্ন কিছু লেখার চেষ্টা করি-সাইফ বরকতুল্লাহ
অমর একুশে গ্রন্থমেলা নিয়ে বইনিউজের সাথে কথা বলেছেন তরুণ লেখক, সাংবাদিক ও কবি সাইফ বরকতুল্লাহ
 
বইনিউজ : আগামী অমর একুশে গ্রন্থমেলায় আপনার কি কি বই প্রকাশ পাবে ?
সাইফ বরকতুল্লাহ : বইমেলা ২০১৫ কে সামনে রেখে দুটি বই করছি। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ শাড়ীর আঁচলে মোড়ানো কবির চোখ, আরেকটা উপন্যাস বয়স ২৫ এবং।
বইনিউজ: আপনার প্রকাশিত বই কয়টি? ও কি কি ? সাইফ বরকতুল্লাহ : ৪টি। জ্যেৎস্না রাতের গল্প (কবিতা), সম্ভাবনার বাংলাদেশ (গবেষণা), ব্লগ কী লিখবেন কেন লিখবেন কীভাবে লিখবেন (গণমাধ্যম), পারুল (কিশোর উপন্যাস)।
বইনিউজ : পাঠক আপনার বই কেন পছন্দ করে ?
সাইফ বরকতুল্লাহ : আমি সবসময় ভিন্ন কিছু লেখার চেষ্টা করি। যেমন আমার লেখা ব্লগ কী লিখবেন কেন লিখবেন কীভাবে লিখবেন- বইটি ব্লগ নিয়ে বাংলা ভাষায় নতুন বই। এ ধরনের গ্রন্থ সম্ভবত বাংলাদেশে এটাই প্রথম। একই সাথে নবীন ব্লগার ও লেখকদের এই গ্রন্থটি আত্মসচেতন হতে নিশ্চিতভাবে সহায়ক হবে এটা জোর দিয়ে বলা যায়। গ্রন্থটি গত বইমেলায় বেস্ট সেলারের তালিকায় ছিল।
বইনিউজ : লেখালেখিতে আপনি কোন মাধ্যমে বেশি স্বস্তিবোধ করেন ?
সাইফ বরকতুল্লাহ : আমি মূলত সব্যসাচী টাইপের। আমার শুরুটা কবিতা দিয়ে। গণমাধ্যম ও সাংবাদিকতা নিয়ে বেশ কিছু কাজ করেছি। গল্প ও উপন্যাসও লিখছি। তবে আমার সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে মানব মনের অতল রহস্যের অনুসন্ধান করা। একই সাথে বাস্তব তথ্যভিত্তিক চিন্তা চেতনার শেকড় অনুসন্ধান করা।
বইনিউজ : অমর একুশে গ্রন্থমেলা নিয়ে আপনার মূল্যায়ন কি?
সাইফ বরকতুল্লাহ : বইমেলা বাংলাদেশের প্রকাশনা শিল্পকে অনেক বেশি সমৃদ্ধ করেছে, অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে। পাঠক সৃষ্টিতেও বইমেলা ভূমিকা রেখেছে। বইমেলার কারণেই বাংলাভাষা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বইমেলার কারণেই নতুন নতুন লেখক তৈরি হচ্ছে।
বইনিউজ : বইমেলা নিয়ে আপনার প্রত্যাশা কি?
সাইফ বরকতুল্লাহ : ভালো সম্পাদনার বই চাই। চাই নতুন লেখকদের আরো বেশি তুলে ধরা। গ্রামকেন্দ্রিক লেখকদের মিডিয়ায় কাভারেজ করা।আর পাঠকরা যেন প্রতারিত না হয় সেদিক বিবেচনা করা ।
বইনিউজ : অমর একুশে গ্রন্থমেলা আরো আকর্ষনীয় করতে আপনি কি পরামর্শ দিতে চান?
সাইফ বরকতুল্লাহ : পুরো মেলাটা যেন একটা জায়গায় হয়। হয় বাংলা একাডেমি নয় সোহরাওয়ার্দী উদ্যানে। কারণ দুই জায়গায় একসাথে হলে সাধারণ ক্রেতারা বিভ্রান্তিতে পড়ে।

# নোট: বইনিউজে সাক্ষাৎকার দেন সাইফ বরকতুল্লাহ।
 প্রকাশিত, প্রচ্ছদ প্রতিবেদন, বই আলাপ January 18, 2015

--
with Best regards

Saif BARKATULLAH