Pages

Tuesday, May 17, 2011

বাতাসের সাথে আমার চোখ কথা বলছিল

একা । চৈত্র-দুর্দিনে জল হয়ে আছি 
সবুজ ঘাসের উপর বসে তাকিয়ে আছি নীল আকাশে 
গায়ে ভাসা রোদ আর মাথার উপর একঝাক সাদা বকের নাচ 
পাশেই দেখি বটগাছের শুকনো পাতার ভাঁজে চিত্রময় মুখচ্ছবি। 

ঐদিন অসংখ্য মেঘ পুব আকাশে খেলা করছিল 
আনমনে বসে বসেই আছি 
ঝিরিঝিরি বাতাসের সাথে আমার চোখ কথা বলছিল। 


একবার বাতাস আমার গায়ে ধাক্কা দিয়ে চিৎকার করে বলতে শুরু করল 
আটাশটি বৎসর পার হয়ে গেল 
এখনো তোমার ফেসবুক রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল ? 
কোনো মেয়ে জীবনে আসতে চায়নি তোমার? 
এই মায়াবী বিকেলটা তুমি নিঃসঙ্গতার বাঁধনে জড়িয়ে দিচ্ছো? 


আমি বুঝতে পেরেছি 
বিকেলের মিস্টি রোদ, ফুরফুরে বাতাস, মাথার উপর খোলা আকাশ 
আমায় দেখে বারবার ভেংচি দিচ্ছিল আর মুচকি হাসছিল। 

বাতাসেরা বয়ে যাচ্ছে, পাখিরা আকাশে উড়ছে 
অপলক চেয়ে থাকা চোখ অবশেষে দক্ষিণা বাতাসে 
স্মৃতির ডায়েরিতে মিশে গেলো...। 

No comments:

Post a Comment