Pages

Friday, March 11, 2011

সন্ধ্যাবাতি

টিএসসি, হাকিম চত্বর, দোয়েল চত্বরে 
যুগল যুগলের ছন্নছাড়া অস্থির উৎসব 
ফাস্টফুডের দোকানে, চাইনিজ রেস্টুরেন্টে 
রমনা-জিয়া-ধানমণ্ডি লেক, রিক্সায়, সিএনজিতে, ফ্ল্যাটে 
ছোট বড় নানান বয়ফ্রেণ্ড-গার্লফেণ্ড কিংবা নষ্ট নরনারী 
মনোরঞ্জনে মুখরিত,লাগামহীন নৈঃশব্দ সংগীত । 

রাস্তার গলিতে, নগরীর মোড়ে শতাব্দীর পাপ 
মিশে যায় চারদিক নানান নেশায় সন্ধ্যার আকাশ 

সন্ধ্যাবাতি জ্বেলে উঠে 
শরৎরাতে অস্পষ্ট ধোঁয়ায় শহরটা বিপন্ন 
অতিআধুনিকতা যেন অধঃপতিত বেহায়াপনা 
অতঃপর সন্ধ্যাবাতি নিভে যায় 
সেই সাথে বদলে যায় 
বিকৃত রুচির কতিপয় গর্দভ মানুষ 

আর আমরা শুধু 
চোখে চোখে দেখে যাই 
সন্ধ্যাবাতির শঙ্কিত আলোর সিম্ফনি। 



রচনাকাল : ৩১.১০.২০১০, মীরপুর, রাত ১.২৩ মি.

No comments:

Post a Comment