Pages

Thursday, March 31, 2011

পুশ পুশ পুশ

আঁধারের ঊৎসবে মত্ত আকাশ, পৃথিবী
পৃথিবীর সব রং পুশের বর্ণিল আভায় ঝলমল
প্রযুক্তির ভীড়ে মুহুর্তেই ছড়িয়ে যায়
মিথ্যাচারের প্রকট সাবমেরিন ক্যাবলে
ইন্টারনেটের সার্চ ইঞ্জিনগুলোতে
আইসল্যান্ডের ছাইভস্মের মতো সত্যের অস্তিত্ব
দশদিগন্তে হয়ে উঠে অচেতন।

পুশ পুশ পুশ...
এই শব্দটাই আজ বদলে দেয় পৃথিবী
বদলে দেয় দৃশ্যবলী দখলের বিস্তার।

No comments:

Post a Comment