Pages

Sunday, March 6, 2011

ব্রেকিং দ্যা সাইলেন্স : চাইল্ড সেক্স


২০০২ সালে ব্রেকিং দ্যা সাইলেন্স আয়োজিত শিশু যৌন নির্যাতন বিষয়ক এক কর্মশালায় অংশ নিয়েছিলাম। ঐ কর্মশালার সার সংক্ষেপ আজকের লেখা।

শিশুর যৌন নির্যাতন কি?
অতি বিশ্বাসের ফলে বয়স্কদের দ্বারা আমাদের শিশুরা নির্যাতিত হচ্ছে।

কতভাবে একটি শিশুকে নির্যাতন করা হয়?
০১) স্পর্শ, মুখের কথা, চাহনী
০২) চুমু খাওয়া বা জড়িয়ে ধরা
০৩) যৌন সংবেদনশীল অংগে হাত দেয়া
০৪) সর্ম্পর্ণ যৌন ক্রিয়া করা

পরিচিতরা কেন বেশী নির্যাতন করতে পারে?
০১) অভিভাবক সাবধানে থাকার প্রয়োজন মনে করেনা।
০২) নির্যাতনকারী কাছে আসার সুযোগ পায়
০৩) কর্তৃত্বমূলক সম্পর্ক তৈরির সুযোগ পায়
০৪) শিশুর পক্ষে বাহ্যিক বাধা নেই
০৫) শিশুর অভ্যন্তরীণ বাধা বা নিয়ন্ত্রণ ক্ষমতার অভাব।

কারা নির্যাতনকারী ?

০১) পরিচিত
০২) পরিবারের লোক
০৩)পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়
০৪) প্রতিবেশী
০৫) পরিচিত শুভাক্ষাংখী
০৬) বিকারগ্রস্থ
০৭) অপরিচিত

কীভাবে নির্যাতনকারী শিশুকে বশে আনে ?
০১) প্রলোভন দেখিয়ে
০২)ভয় দেখিয়ে
০৩) নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে
০৪)সহিংসতা

শিশু কেন বলতে পারেনা ?

০১) সংশ্লিষ্ঠ বিষয়ে ধারণার অভাব
০২) প্রকাশের ভাষা জানা নেই
০৩) সামাজিক কারণ
০৪) নির্ভরতার অভাব
০৫) লজ্জা
০৬) অপরাধবোধ ও ভয়

যৌন নির্যাতনে শিশুর মনোজগতের প্রতিক্রিয়া :
০১) যৌন নির্যাতনের কারণে তার আমিত্ববোধ এবং মনোজগত বদলে যায়
০২) শিশু শারিরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই সমস্যায় ভোগে
০৩) নিজেকে অসহায় ভাবে
০৪) নিজেকে নষ্ট মনে করে
০৫) লজ্জা ও অপরাধ বোধে ভোগে
০৬) সবার কাছে থেকে নিজেকে দূরে রাখতে চেষ্টা করে

শিশুর আচরণে যৌন নির্যাতনের প্রভাব :
০১) আত্মনির্যাতন
০২) অসহায়ত্ব বা আক্রমনাত্বক মনোভাব
০৩) আবেগহীনতা /নির্জিব
০৪) বিশ্বাসঘাতকতাকেই অনিবার্য বলে ধরে নেয়
০৫) যৌন আচরণে পুনরাবৃত্তি ঘটায়
০৬) স্বাভাবিক যৌন জীবনে অনীহা

নিজেকে সংশোধন করা :
আত্মসজেতনতা-ক্ষমতায়ন-বাঁচার কৌশল

প্রতিরোধমূলক ব্যবস্থা :
০১) বিশ্বাস করা ( পরিবারের সব সদস্য )
০২) সাবধানতা
০৩) ব্যাক্তিগত অংগের নাম স্বাভাবিকভাবে শেখানো
০৪) অপছন্দনীয় আদর, স্পর্শের অনুভূতি ও পার্থক্য করতে সহযোগিতা
০৫) এলাকায় সবাইকে সচেতন করা
০৬)নির্ভয়ে সব কিছু অভিভাবকের সাথে শেয়ার করার পরিবেশ তৈরি করা

No comments:

Post a Comment