Pages

Sunday, September 6, 2009

DREAM





picture : My reading Table [saif Brakat]
চারদিক অন্ধকার। কোথাও আলোর স্পর্শ নেই। আমার সময় গুলো পার হচ্ছে এর মধ্যেই। রাত্রী কেটে যায় বন্ধ চোখে চেয়ে চেয়ে। মনে হয় কোন অজানা কষ্টগুলো আমার সাথে খেলা করে। sleep ভেঙে যায় প্রতিনিয়ত। মনের চাপাকান্না আর কতো কাঁদবে?-নিজেই নিজেকে প্রশ্ন করি। উত্তরের কোন সম্ভাবনা খুঁজে পাইনা। কম্পিউটারের সামনে বসে নিজেই নিজের মনের কথাগুলো কিবোর্ডে টাইপ করতে থাকি-দেহটাকে হালকা করার জন্য। এভাবেই দিনের পর দিন
কাটছে।ভার্সিটিতে ক্লাশ ষ্টার্ট হয়েছে। কিন্তু এটেন্ড করার কোন ইচ্ছেই মনে চায়না। সারাক্ষণ কি যেন অজানা না পাওয়ার বেদনা আমায় গ্রাস করে রাখে।মনে পড়ে আগুনের গান......
আমার dream কেন এমন dream হয়/এই মনটা কেন বারে বারে ভেঙে যায়/আমার কবিতা গুলো প্রতিদিন ছন্দ হারায়.....।
তবুও নতুন কোন ड्रीम-er আশায় পথ চলছি প্রতিনিয়ত। জানিনা সে dream আমায়
ধরা দিবে কিনা। আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। মূলত এ সত্যের উপর ভর
করেই চলছি..চলবো আরো অনেকদূর.............।

3 comments:

  1. বইয়ের ভারে টেবিলটা ভেঙ্গে যাবে তো ! একটা বুক শেল্ফ বানাও।

    ReplyDelete
  2. উপ্সস
    এত্তো বই?? তাইলে পড়েন কোথায়??

    ReplyDelete
  3. হুম, আপনার আশা অবশ্যয় পূর্ণ হবে।

    ReplyDelete