Pages

Monday, March 1, 2010

জ্যোৎস্না রাতের গল্প


অমর একুশে বইমেলায়
সাংবাদিক সাইফ বরকতুল্লাহর
কাব্যগ্রন্থ জ্যোৎস্না রাতের গল্প


অমর একুশে বইমেলা ২০১০-এ প্রকাশিত হয়েছে সাংবাদিক সাইফ বরকতুল্লাহর প্রথম কাব্য গ্রন্থ জ্যোৎস্না রাতের গল্প। ৩৯ টি কবিতার সংকলনে বইটি রচিত। সাইফ দীর্ঘদিন লেখালেখির সাথে জড়িত থাকলেও এটাই তার প্রথম বই। শুধু চর্চার মাধ্যমে যারা কবি হন, সাইফ বরকতুল্ল¬াহ যে তেমন কবি নন, সে কথা তার ‘জ্যোৎস্না রাতের গল্প’ বইটির কবিতাই প্রমাণ করে। কবিতাগুলো তার ¯^Zù~Z© ভাব থেকে জন্ম নেয়া। কবিতার কাছে পাঠকের যে দাবি, তা হলো, ভালোলাগা। সাইফ বরকতুল¬াহ’র কবিতায় তার সবটুকু আছে। অতএব সাইফের কবিতা সুখপাঠ্যও। তারও চেয়ে বড় কথা, ‘ জ্যোৎস্না রাতের গল্প’ বইটির কবিতা সময়কে কবচের মতো ধারণ করে আছে। এই কবিতাগুলোর ভেতর দিয়ে বিকীর্ণ হচ্ছে প্রেম বিরহের রেশ, গলাবাজির রাজনীতির প্রতি কটাক্ষ এবং শূন্যতায় নিমগ্ন, বা নিঃসঙ্গতায় বিরাজমান একটি সত্ত্বার বহুরকম ব্যঞ্জনা। সাইফ বরকতুল্লাহ’র জন্ম ১৯৮৩ সালের ৩১ আক্টোবর জামালপুর জেলার তেঘরিয়া গ্রামে। মা বুলবুলি বেগম। বাবা আব্দুল মোমিন। সাইফ বরকতুল্লাহ কম্পিউটার প্রকৌশলী হয়েও তার নেশা যেমন কবিতা লেখা, তেমনি পেশা কলমবাজি। বর্তমানে একটি মাসিক পত্রিকার প্রধান প্রতিবেদক তিনি। বইটি প্রকাশ করেছেন চয়ন প্রকাশন। মূল্য ৭০ টাকা।

No comments:

Post a Comment