Pages

Thursday, February 11, 2010

ধ্যাত, আসলেই পাগল আমি


ধ্যাত, আসলেই পাগল আমি




ধ্যাত, আসলেই পাগল আমি
সবাই বলে , তুই একটা পাগল
আমি জানি আমার অবস্থা।

চারদিক শুধু হাহাকার
চাই শুধু চাই এটা ওটা
চাই শুধু টাকা, গাড়ী, বাড়ি
চাই শুধু অট্রালিকার সুখ
কিন্তু কেন এমন হচ্ছে??
চারপাশ, দশদিক।

ধ্যাত, আমরা যারা পাগল
আমরা যারা ঐ সবের ধারে কাছেও
যেতে চাইনা
আমরা যারা নগন্য হয়ে থাকি
খাই দাই ঘুরি ফিরি
এটাই আমাদের পাগলের উপাদান।

আবহমান এই পাগলের পথচলা
নিষ্ঠুর এই ভাঙ্গা সময়ের সামনে দাঁড়িয়ে
শুধু একটা কথাই বলি
ধ্যাত, আসলেই পাগল আমি।

2 comments:

  1. আমিও পাগল, আপনিও পাগল........
    আসেন কোলাকুলি করি..... :-D

    ReplyDelete