Pages

Sunday, February 7, 2010

বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ দুবাই


বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ দুবাই

দুবাই সমপ্রতি উদ্বোধন করেছে বিশ্বেও সর্বোচ্চ ভবন বুর্জ দুবাই। ২০০ তলা বিশিষ্ট এ টাওয়ারের উচ্চতা ৮০০মিটার। সব রেকর্ড ছাড়িয়ে আত্বপ্রকাশ করার মধ্য দিয়ে দুবাই শহরের মর্যাদা বাড়িয়ে দিল বুর্জ দুবাইয়ের নির্মাতা ইমার প্রোপার্টিস পিজেএসসি ১ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যায়ে ২০০৪ সাল থেকে ভবনটির নির্মাণকাজ শুরু করে। তবে ভবনটির সঠিক উচ্চতা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বুর্জ দুবাইয়ের ২০০ তলার মধ্যে ১৬৫টি বাসযোগ্য বলে জানিয়েছেন এর চেয়ারম্যান। ২০০৪ সালে নির্মাণকাজ শুরুও ১,৩২৫ দিন পর ভবনটির উদ্বোধন করা হল। টাওয়ারটির কাঠামোর ৩৩০,০০০ কিউবিক মিটার কংক্রীট, ৩৯,০০০ মিটার স্টিল, ১০৩,০০০ স্কয়ার মিটার কাঁচ এবং ১৫,৫০০০ স্কয়ার মিটার স্টেইনলেস স্টীলের তৈরি। ওজন ৫০০,০০০টন। মোট আয়তন ৫ দশমিক ৬৭ মিলিয়ন স্কয়ার ফিট। এর মধ্যে আবাসিক এলাকা ১ দশমিক ৮৫ মিলিয়ন স্কয়ার ফিট। আর ৩০০,০০০ স্কয়ার ফিট অফিস এলাকা। এছাড়াও এত আছে সুইমিং পুল, পর্যবেক্ষণ ডেক, রেস্টুরেন্ট এবং বিলাসবহুল হোটেলও।

1 comment:

  1. বুর্জ শব্দটি অর্থ হচ্ছে টাওয়ার। যেমন ইরানের সর্বোচ্চ টাওয়ারকে মিলাদ টাওয়ারকে বুর্জে মিলাদ বলা হয়। যা হোক বুর্জ দুবাইকে তো বুর্জ খলিফা বলা হয় তাই না ? লেখাটির জন্য ধন্যবাদ।

    ReplyDelete