Pages

Sunday, May 30, 2010

৭৩৬ জন বন্ধুর সাথে বিচ্ছিন্ন হয়ে গেলাম


গতরাতে শুয়ে শুয়ে ভাবতেছিলাম। হঠাৎ আমার মুঠোফোনে একটা মেসেজ আসল। খুলে দেখি ব্রেকিং নিউজ। তাতে লেখা ফেসবুক ব্লকড ইন বাংলাদেশ। মুহূর্তেই মনটা বিষণ্ণ হয়ে গেল। খবরটা নিষ্চিত হবার জন্য রেড়িও এবিসির রাতের শো ক্যাফে ৮৯.২ তে আরজে কিবরিয়াকে মেসেজ দিলাম। উত্তরে বলল, ফেসবুক হেচ বিন শার্ট ডাউন।
হায় আল্লাহ। এটা কী হল। প্রতিদিনের নিত্য যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল ফেসবুক। বিশেষ করে আমার প্রিয় আপু মুক্তি [ বর্তমানে লন্ডনে বসবাসরত ] । তার সাথে আমি ২/৩ দিন পরপরই ফেসবুকে যোগাযোগ করতাম। জাতিসংঘে কর্মরত ভাইয়া জহির [বর্তমানে সুদানে আছেন ] । তার সাথে একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল ফেসবুক। কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়াসহ প্রায় ৩০টিরও অধিক দেশে আমার সংবাদিক-লেখক-সাহিত্যিক বন্ধু আছে যাদের সাথে আর যোগাযোগ করতে পারবনা ভাবতেই অবাক লাগে।

No comments:

Post a Comment