Pages

Tuesday, March 17, 2015

চলো আবারও যমুনার পাড়ে যাই | সাইফ বরকতুল্লাহ

তুমি কি কেবলই নায়িকা
তোমার রূপের মায়াবী জাদু
নিজেকে নিয়ে যায় বিমূর্ত বাসনায়।

ইদানিং তোমার দূরে চলে যাওয়ায়
বিষণ্ন হয়ে যায় মন
মনের আকাশে খুঁজে বেড়ায়
তোমারই ছবির ছায়া।

নারকেলের পিঠা, ঝাল পিঁয়াজু
আর চায়ের কাপে তোমার স্পর্শ
থাক না অতীত স্মৃতি
চলো, আবারও
যমুনার পাড়ে যাই...

source : http://www.banglanews24.com/beta/fullnews/bn/352040.html
--
with Best regards

Saif BARKATULLAH

No comments:

Post a Comment